বারে বারে
যেখানে খুঁজেছি স্থান,
যে দুটো হৃদয় মানচিত্রে
গড়ে নেবাে ভেবেছি সতত
একটি নিবিড় প্রেমের উপাখ্যান,
যে দেহের সুগন্ধী বাতাসে
মুখরিত হবে মন প্রাণ,
যে কুন্তল অন্ধকারে
ভেবেছি ঘুমিয়ে যাবে যত অভিমান,
যে ওষ্ঠ নির্ঝর থেকে চেয়েছি
জীবনের অমিয় পান ;

সেখানেই যদি প্রতিক্ষণে অবাধ জীবনধারা
সমৃদ্ধ অস্তিত্ব থেকে
ক্রুর সম্রাজ্ঞীর মতো হেসে ওঠে ;
স্বাধীন পাখির মুক্ত দর্শনের
বিষকাঁটা করে দান ;

সেখানে যে আমার মতোন
ভালোবাসার ভিখারিদের নেই কোনো স্থান ।

(৩০.০১.২০২৩)