তুমি আমার দুঃখদের কখনোই বুঝবে না,
যদিও ঐশ্বরিক গ্রন্থের মতো গ্রহন করে নেয়
আমার দুখের পাঠ পুরো পৃথিবীর মানুষ,
তবুও তুমি ঈশ্বরের পাথরটির মতোই
চুম্বনের মহিমায় কাটাবে পৃথিবীর দিন-রাত।

তুমি আমার দুঃখদের কখনোই চিনবে না,
যদিও ঈশ্বরের ক্রুশ বিদ্ধ যিশুর মুখের মতো
চিনে নেয় পুরো পৃথিবী আমার দুখের মুখ,
তবুও তুমি ঈশ্বরের ইভের মতো সমস্ত মনোযোগ
আবদ্ধ করে রাখবে রক্ত রঙের ঐ নিষিদ্ধ ফলে,
এমনকি সরিয়ে দেবে যেন ঈশ্বরের হাত ।

(১৬.০৬.২০২৪)