বাংলাদেশ জন্মের শাশ্বত সত্য ও মিমাংসিত যে ইতিহাস,
সেখানেই আমার বাঙালি অনুভব আর চিরঞ্জীবী চেতনার বসবাস ।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ,
একাত্তরের মহা বিজয়
এবং একাত্তরে অর্জিত মহান স্বাধীনতা,
বাংলাদেশের বিশুদ্ধ বাঙালির জন্য
এর উপরে নেই তো আর কোনো ধ্রুব সত্য কথা ।
এ ছাড়া শংকর যত মরু মরুস্তত্ত্ব,
রাজনীতির বিভেদকামী বিজাতীয় চেতনার বিশৃঙ্খলা,
সবই দেশদ্রোহী বাতুলতা ।
(০৬.০১.২০২৫)