একটু আলো রেখে যেও ।
এখানে এসেছে আজ গভীর আঁধার ।
আমাদের শিল্পিত কথা, গান ও কবিতা,
বৈশাখ আর বসন্ত সব হয়ে পড়বে স্তব্ধ ।
এখন এ আঁধারে আরো আক্রোশী হবে
উন্মত্ত উপাসকের দল ।
প্রাচীন নিষেধে হত্যা করবে তারা
আমাদের উদার সবুজ ।
তাই একটু আলো রেখে যেও,
বীজের মতোন,
যেন হতে পারি আরো একটি
কিংবদন্তীর সমরের জন্য সংঘবদ্ধ,
তাড়াতে এই আঁধার আর জ্বেলে দিতে
আমাদের শত সহস্র আবহমান আলো ।
(১২.০৯.২০২৪)