আমি একটি প্রেমময় জীবন চেয়েছিলাম,
চেয়েছিলাম তরতাজা ভালোবাসার জীবন,
উন্মাতাল দৈহিক জীবন
জৈবিক শিল্পের মতোন ধ্রুপদী ।
আহ্! অবশ্যই চেয়েছিলাম আসুক সহজেই
ঘন বৃষ্টি ঝরা রাতে, মেঘলা মেঘলা দিনে,
কুয়াশায় ভেজা পথে,
ছুটে এসে ভীরু পায়ে ঝাঁপিয়ে পড়ুক বুকে
যেমন সমুদ্র ভাসায় জমিন ।
এবং এরপর, কিছুই চাইনি ।
নিষ্প্রভ ছায়ার মতো চলাফেরা করা এক প্রাণী
হয়ে উঠে এখন, ভুলে গেছি সব কিছুই
আলবেয়ারের আগন্তুকের মতোন ।
(২৬.০৯.২০১৫/১৪.০১.২০২৫)