কোথায় যাবে ?
আমার সমস্ত অস্তিত্ব কী যে এক বিভেদে
মুখরিত ;
কী করে যে আপন করে নেই
তোমাকে একটি অনন্য নক্ষত্রের মতো,
মিটি মিটি জ্বলতে থাকবে
আমার জীবনের পথে পথে;
আমার চোখ বোজা মুখশ্রীতে
বইবে তুমি সুমিষ্ট বাতাস,
মুছে যাবে বেদনা, জন্ম হতে বইছি যতো ;
তুমি সুখ আর কষ্টের এক অনবদ্য দহন
অবিরত ।
আমাদের মাঝে কেনো এত প্রশ্ন ফুটে থাকে
ফুল আর কাঁটার মতো ?
কোথায় যাবে তুমি? কোথায় যাবো আমি
জানি না তো প্রিয়, জানি না তো ।
তুমি যাবে
মানুষ থেকে মানুষ চেনার পথে.......
আর আমি কুড়াবো আকাশ বৃক্ষ হতে
ঝরে পড়া দুঃখের নক্ষত্র যত ।
(১৮.০৮.২০২২)