শরতের শুভ্র সাদা মেঘের মতো
কোথায় তুমি দাঁড়ানো?
যেন আন্তৰ্জালবিহীন অতীতের
কোনো সাদা কাঠামোর সামনে
সাদা শাড়িতে কী নিষ্পাপ এক
নস্টালজিক ঐশ্বর্য দিয়ে তুমি জড়ানো !
যেন আমার অস্তিত্বের
সমগ্র পাপ রাজ্য থেকে বহুদূর
আরো বহুদূরে
জীবনানন্দ ভুবনের কোনো সুরঞ্জনা
কোনো বনলতার মতো
কী অপূর্ব শুদ্ধতম শিল্পের মতো
তুমি হারানো।
অথচ কবিদের স্বর্গ রাজ্যে
শব্দের শেকলে, শব্দের চাবুকে
ক্ষত বিক্ষত বড়জোর এক দাসের মতো
কৃপার ম্লান আলোতে আজও আমি দাঁড়ানো।
(২৮.০৭.২০২৪)