ঐ পথে যেও না, ঐ পথে বিদ্রোহ মৃত আজ
ঐ পথে আবারো আঁধারের রাজারা করছে রাজ ।
কোন পথে আমাদের সুখেরই ঠিকানা জানি না
বারে বারে আঁধারের রাজাদের মানতে পারি না ।

আমাদের সবুজে বিভেদের এ কি যে অভিশাপ !
আমাদের রক্তে লালে নেই কেনো যে অনুতাপ ?
বিস্ময়, বিস্ময়, বিস্ময়, আহা বিপন্ন এ বিস্ময়
কোন পাপে জন্মেই মরে যায় আমাদের সব বিজয় ।

কত যুগ কেটে গেলো তবুও তোমরা বোঝো না !
ধ্বংসের দিগন্ত ডাকছে আমাদের ভাবো না !
লজ্জা, লজ্জা, লজ্জা, আহা অনন্ত এ লজ্জা
দেখবো না ঝলমলে একতার আলোতে এ মাটির সজ্জা।

আমাদের বুকে কাঁদে অনন্য মুক্তির ইতিহাস
তবু কেনো আমরা আঁধারের চেতনার কৃতদাস ?
বিদ্রোহ, বিদ্রোহ, বিদ্রোহ, আহা আমাদের বিদ্রোহ
চির সুখ শান্তির পথে নিতে পারেনি কোনদিনও ।

(১২.১১.২০২৪)