বুলেটই তোমার আছে
গণতন্ত্র কবেই নিঃশেষ !

তাই বুলেটে করেছো বিদ্ধ
দুই হাত মেলে দেয়া মুক্ত বাংলাদেশ !

নূর হোসেন, আসাদ কে মনে পড়ে ?
অথবা ঐ তিয়েনআনমেন স্কয়ারে ট্যাঙ্কের সম্মুখে
দাঁড়ানো ছেলেটিকে ?
ঐ দেখো তেমনই এসে দাঁড়ালো আবু সাঈদ
মৃত্যুকে আলিঙ্গন করলো তোমার বুলেটে !

স্বৈরাচারেরা যখন হয়ে ওঠে যেন স্রষ্টা
তখনই বার বার এসে দাঁড়ায় আবু সাঈদেরা
প্রতিরোধে বুলেটের সম্মুখে পেতে দেয়
কী নিরীহ বোকা বুক !
তখন ওরা শুধু অধিকার চেনে
আর চেনে তা আদায়ের জন্য মৃত্যুর অপার সুখ।

ক্ষমতা অন্ধ তুমি বোঝো না,
তোমার বুলেটে মৃত্যুতে ওরা হতে থাকে অমর !

আর তোমার কপালে
তোমাকে ঘৃণিত, অচ্ছুত করে রাখার
প্রাচীন দগদগে কলঙ্ক চিহ্নের মতোই
এই আবু সাঈদেরা
এক একটি স্বৈরাচারের ইতিহাসে হয়ে যায়
প্রতিবাদের অবিস্মরণীয় অনন্য বীর
এবং বাংলাদেশের হৃদয়ে ভয়ংকর অবিনশ্বর ।

(১৮.০৭.২০২৪)