আবদার কিন্তু তদবীর নয়,
নয় কূটনীতির কোনো খেলা;
আবদার মানে মানবিক আবেগ,
বন্ধু প্রিয়জন ও প্রিয়তমার কাছে
আত্মিক কিছু নিবিড় দাবী দাওয়া;
আবদার মানে কিনে দাও মা
ঐ যে বেলী ফুলের মালা;
আবদার মানে মা,
আকাশে ওড়া ঐ লাল নীল বেলুন
আমাকেও এনে দাও না ।
আবদার মানে এসো দুজনে বসে
এই অপূর্ব সন্ধ্যায় কোথাও চা খাই,
তুমি কেমন আছো আজকাল
তা গভীরভাবে জানতে চাই।
এই শহর সন্ধ্যার আলিঙ্গন মাঝে
চলো দুজনে নিমগ্ন হেঁটে চলি,
রফিক আজাদের কবিতার মতন
"শুধু মুখোমুখি বসে থাকি"।
আবদার মানে তুমি আমাকে
ভালোবাসার অক্ষরে একটি চিঠি লেখা ।
তোমার বেড়ে ওঠার প্রতিটি পর্বের
গল্পগুলো শুনতে চাওয়া ।
আবদার মানে তোমার অপূর্ব হাসিটি
প্রতিবার দেখতে চাওয়া, দেখতে চেয়ে
বারে বারে শুধু অবাক ও মুগ্ধ হয়ে পড়া ।
আবদার মানে তোমার সাথে
কোনো অচিনপুরের
নদী-পাহাড়ে হারিয়ে যাওয়া ।
আবদার মানে বন্ধু,
আমাকে কবিতার মতো করে বুঝে নাও,
সফলতার কোনো অঙ্কের পাঁকে
ছুঁড়ে দিয়ে মলিন না করে দাও;
আবদার মানে হে বন্ধু, একটি ছবি এঁকে দাও ;
তবে টেনে দিও কিছু গভীর দুঃখের রেখা,
যেন চিনি না আমি এই পৃথিবী,
চিনতেও কখনো যে চাই না ;
আরো আঁকবে নিপুণ আঁচড়ে
সেখানে যে আমি খুব অভিমানি আর খুব একা।
আবদার হলো সেটাই, যা দুটো হৃদয়ের
সম্পর্ক ও বন্ধুত্ব ছাড়া হয় না।
অতএব এবার আবদার করলে,
ক্রুর সম্রাজ্ঞীর মতো শাসন করো না ।
(২৯.০৬.২০২২)