যৌবনে আমার পা দুটো
এ শহরের ফুটপাথে ও রাস্তায়
হেঁটে হেঁটে অক্লান্ত........
এ শহরটির প্রেমিক কখনো হয়ে ওঠেনি ।

প্রদক্ষিণ করিনি বারে বারে
এ শহরের সমগ্র অস্তিত্ব ।
শুনিনি নিবিড় প্রেমে তার গল্প,
তার কষ্টের ধ্বনি ।

যৌবনের পা দুটো রাখা ছিল
রিকশার পাদানিতেই ।
পেরিয়ে যেতাম উদাসীন
শহরের বাতাস কেটে কেটে ।

এ শহরকে না জানলে
একদিন অনুতপ্ত প্রেমিকের মতো
কষ্ট পাবো
সেদিনের সে যৌবনে তা এতটুকু ভাবিনি।

"শহর জুড়ে না হাঁটলে
চেনা যায় না ভালোবাসা হয় না
পাওয়া হয়না শহরের সাথে
নিবিড় সম্পর্কের মধুর তৃপ্তি "
সেদিন বললো আমার হৃদয়ের প্রেয়সী।
যারা এ শহরকে
সত্যিকারভাবে অনুভব করে নিতে
তাদের যৌবন থেকে আজো ভুল করেনি।

হৃদয় ভেঙ্গে গেলো শুনে........  
পেরিয়ে গেছে সময় একটি জীবনের ।
এত ভালোবাসি এ শহর !
অথচ আমি অচেনাই থেকে গেলাম
ভালোবাসা তার সাথে হয়নি।
কবিতার উপমায় ভরা
কবিদের এ শহরকে আমি কখনো চিনিনি।

তাই এ শহরের কবিও আমি হতে পারিনি ।

(০৯.০৯.২০২২)