মানুষের বেশে রাক্ষসের মতো
যে মুহূর্তে খুন করে
শত তরুণের রক্ত করলে পান,
ঠিক তখনই ক্ষমতা অন্ধ তোমার অস্তিত্বে
ঘটে গেলো এ বাংলাদেশের অবসান ।

এই তরুণ প্রজন্ম থেকে ভবিষ্যতের প্রজন্ম মুখে
ঘৃণা ছাড়া উচ্চারিত হবে না তোমার নাম ।

এ দেশের মুক্তিযুদ্ধ, মানচিত্র
আর পতাকার অনবদ্য ইতিহাসে
তুমি হয়ে গেলে শুধুমাত্র ক্ষমতার লোভে
শিশু ও তরুণ হত্যাকারী চরম পাপিষ্ঠ
আর নিয়ে নিলে স্বৈরাচারের জঘন্য স্থান।

রোম যখন পুড়ছিলো,
নীরো তখন বাজাচ্ছিল বাঁশির মতো
তোমাকেও হেনে যাবে মহাকাল তিক্ত বাক্য বাণ,

মানুষের মৃত্যু নয়,
স্থাপনা বিনষ্টে কাঁদতো মহা শোকে যার প্রাণ !

(০৪.০৮.২০২৪)