তুমি এলে মনে হয় এসেছি পূর্ণিমার চাঁদে,
চির নিদ্রায় যেতে রাজি মাথা রেখে তোমার কাঁধে!
তোমার কথা ভাবতে গেলে তৈরি হয় নিউরন,
তুমিই তো আমার সেই প্রিয় রঙ!
তোমার সাথে দেখা হয়েছিলো সেই কোটি বছর আগে,
সময়গুলো চলে গেলো দ্রুত আলোর বেগে!
তোমার মাঝে পেয়েছিলাম আপন মনের সুখ,
ভুলিনি তো তোমার সেই প্রিয় মুখ!
জানি না তুমি কেন আমায় গেলে একা করে!
তোমায় ছাড়া মনের অসুখ সারবে কি করে?
ভালোবাসি, ভালোবাসি বলেছি হাজারবার,
তবুও তুমি কেন বুঝলে না একটিবার!
ওই মায়াবি মুখটা আজো ভেসে উঠে চোখে,
তোমার কথা মনে পড়ে ব্যথা হয় বুকে!
স্বপ্নের মাঝে আজও আমার দেখা হয় তোমার সাথে,
তখন আমার ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দিতে!
একটুও কি মনে তোমার পড়ে না আমার কথা,
দীর্ঘ হচ্ছে দিন দিন সেই বুকের ব্যথা!
তোমায় ভুলার উপায় আমি খুঁজি আমি একা,
হয়তো তোমার এই জন্মে পাবো না আমি দেখা!