তোমার চোখের চোরাবালিতে, প্রতিনিয়ত যাচ্ছি ডুবে,
তলিয়ে যাওয়ার গতি বেড়ে যার তোমায় দেখা মাত্র সবে!
শুধু কি বাড়ে তলিয়ে যাওয়ার গতি?
সাথে বাড়ে আমার চোখের জ্যোতি!
যদি বলি সেই চোখ দুটো অতল মহাসাগর,
তাহা দেখে মনে হয় পেয়ে যায় অমরত্বের বর!
মায়াবী সেই চোখ দুটো, দেখি না কতকাল,
দেখা কি পাবো না এই জন্মে নাকি পরশু বা আজ, কাল?
এত স্নিগ্ধ, এত সুন্দর, কি কোনো মানুষের চোখ হয়?
যদি তুমি সাথে থাকো করবো আমি বিশ্বজয়!
হাজার চোখের মধ্যে থেকে খুজে নেওয়া যায়,
বিশ্বের সব শান্তি আমি ওই চোখেতে পাই!
ওই চোখের নোনা পানি পৃথিবীর সবচেয়ে দামি,
সেই পানির কারণ অনেকবার যে হয়েছি আমি!
চোখের চোখ রাখা জানি এত সহজ নয়,
সেই চোখে চোখ রাখলে হয় না আয়ু ক্ষয়!
দেখবো না আমি এই চোখ এই জন্মে আর,
কি জানি কে পাবে দেখা ধন্য জীবন তার!
পরের জন্মে দেখার জন্য পূন্য সঞ্চয় করি,
ছাড়বো না পরের জন্মে যদি একবার ধরি!