নিয়ন্ত্রণহীন মন আর মস্তিষ্ক নিয়ে, এগিয়ে যাচ্ছি একা,
হয়তো কোনো এক সন্ধ্যায়, হয়ে যাবে দেখা!
পুরোনো সেই মুখটা দেখে চমকে যাবো সেদিন,
বুকের মাঝে ঝড় উঠবে, প্রথম দেখেছিলাম যেদিন!
অনেককিছু বলার থাকলেও বলা হবে না কিছু,
মায়াবী ওই চোখগুলো দেখে,নিবো না আর পিছু!
জানিনা তুমি বলবে কিনা,আমি কেমন আছি?
আমিও হয়তো বলতে পারবো না, কোনোরকম বাঁচি!
ক্ষারীয় আর নোনতা পানি জমবে চোখে কোণে,
পূর্ণিমার সেই চাঁদ উঠবে, নীলচে আকাশ পানে!
অস্পষ্ট মুখখানা দেখে, চিনতে হবে না ভুল,
থাকবে না সেই আগের মত তোমার লম্বা চুল!
তুমি হয়তো চিনবে আমায়, নাও চিনতে পারো,
চিনলেও বা কি বলতে পারবো আবার হাতটি ধরো!
হৃদ স্পন্দন বেড়ে যাবে প্রথম দিনের মতো,
মনে কি আছে বলেছিলে, আমায় ভুলবে না তো?
থমকে যাবে সেই মুহূর্তে, আশেপাশের সব,
শুধু তুমি রয়ে যাবে, থাকবে না কোনো কলরব!
আবার যাত্রা শুরু হবে একজন আরেকজনের বিপরীতে,
এরপর আর কোটি বছর হবে না দেখা তোমার সাথে!