নির্জীব নির্জনতায় মূর্তমান শব্দ,
আসে প্রাণশক্তি বহন করে অর্থ-হয়ে একতাবদ্ধ।
ব্যাকরনে আছে ভিন্নার্থ সম শব্দ
উচ্চারনে সকল শিহরণ।
আজকের শব্দে আছে কি সেই ব্যাকরণ?
নাকি তৈরি করে নিয়ম সকল পরাক্রম।
পড়ছি ইতিহাস জানছি যুদ্ধ-সংস্কার।
এসবের অবদান সম্ভ্রান্ত সম্পূর্ন-
নেই কোনো প্রান্তিকের,চাইলেই পেয়েছে পুরস্কার
পদপৃষ্টে থাকা সম্ভ্রান্তের অহংকার।
ক্ষমতার উৎস অমার্জিত মূর্খ
শব্দ নির্ণয় করে ব্যাক্তি বিশেষ,
প্রান্তিক জনপদে প্রশান্তির শেষে।