তুমি রক্ষা করো যারে
থাকিতে বাধ্য তাহার পা-তলে।
রক্ষী তোমার স্থান কোথায়?
রক্ষা যে করো সকলের সকল কালে-
মাঘ কুয়াশায় শীতের নিষ্প্রভে,
গ্রীষ্মের ক্ষিপ্র তীব্র রৌদ্রের তপ্ত বালুকায়
বর্ষার জল কিংবা হেমন্তেরে হতে।
রক্ষী তোমার মান কোথায়?
স্থান পেয়েছো,মান পেয়েছো কি!
স্থান যদি পাও ধনী গরীব সকলে
তবে মান কেনো হারাও উপাসনালয়ে।
কেনো নিক্ষিপ্ত হলে
আঘাত করো ব্যাক্তিত্বে।
নিজেরে আজ জিজ্ঞেস করো;
তুমি রক্ষা করেছো যত,নাকি
নিজ মান হারিয়েছো ততো।