আজ বিক্রি হচ্ছে শিক্ষিতরা
খাটছে গোলামী,পর্যবসিত হচ্ছে চাকরে।
যারা এই দগ্ধ বাক্য করে অস্বীকার;
সমাজ তাকে করে তিরস্কার,করে ব্যঙ্গ
ছুড়ে দেয় হীন কুলের বিক্ষুব্ধ জনতার ভীড়ে।
আসে নানান সব উপাধি
আমি উন্মাদ,উদাসীন
ভবঘুরে বাউন্ডুলে যাযাবর।

ভেঙ্গে ফেলে বিকশিত মন চঞ্চুর মতোন,
চাপা পরে দামী জুতার নিচে-
তরুন কবির প্রতিভা সৃষ্টি সকল।
আমিও প্রস্তুত হচ্ছি
প্রস্তুত করা হচ্ছে আমাকে,
হয়তো কয়েক বছর প্রস্তুত করা হবে।
বিক্রি করা হবে-
আগামী বাজারে উচ্চ মূল্যে।

উৎসর্গঃ প্রিয় বন্ধু সঞ্জয় বর্মন