শোনা যায় তাদের কন্ঠের ধ্বনি,
দিয়েছে যারা সত্য প্রেমের মুক্তির বানী।
ভেসে আসে মুক্তির মহামন্ত্র প্রকৃতির কানে;
শোনা যায় ঘুঘুর কিংবা কোকিলের স্বরে।
সেই সুর যেনো বলে-
তোমাদের হৃদয় যেনো মিশে
বকুল কিংবা হাসনাহেনা ফুলের গন্ধে!
ছরাও সর্বত্র আজ-ও যারা বেঁচে আছ
তোমাদের হৃদয়ের অব্যক্ত সুবাস,
ভরিয়ে যেনো দেয় দিক হতে দিগন্তে।
তবেই সত্য প্রেমের শান্তি বর্ষিত হবে
আষাঢ় কিংবা শ্রাবনের মেঘের জলে।
আরো বেঁচে রবে প্রতি সন্ধ্যার বাতাসে,
খুঁজে পাওয়া যাবে ভোরের পাখির গানের সুরে।
সব শেষে পাওয়া যাবে সে সত্য প্রেম
শ্মশানের পোড়া কাষ্ঠলের তলে।।