আমি নারী আমি সব পারি,
আমি স্বামী সন্তান কে পেট ভরে খাইয়ে
নিজের জন্য সামান্য কিছু রেখে খুশি হতে পারি।
আমি আপন মানুষের মুখে নিজের নিন্দা শুনে হাসতে জানি,
আমি নিজের ইচ্ছে, পছন্দ, শখ, কান্না, সব কিছু কে দমিয়ে রাখতে জানি,
আমি নারী আমি সব পারি,
আমি দিনের পর দিন কষ্ট চেপে রাখতে জানি
আমি নিজের অমতে, পরিবারের মতে সুখে সংসার করতে পারি।
আমি নিজেকে আটকে নিতে পারি চার দেওয়ালের মাঝে,
আমি নিজের স্বপ্ন নিজে হাতে বার বার ভাঙতে পারি,
আমি নারী আমি সব পারি,
আমার সর্বচ্চ ডিগ্রি টা আনার ইচ্ছে থাকলেও হাসি মুখে হাতা খুন্তি টা ভালোই ধরতে পারি,
আমি সন্তানের জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে জানি।
আমি চোখের পানি লুকতে পারি,
আমি বিশ্রাম হিন ভাবে কাজ করতে পারি
আমি মাথা নিচু করে থাকতে জানি।
বলা খুব মুশকিল
বিয়ের বাজারে আমার দামটা ঠিক কত
গায়ের রং যে আমার কালো।
আমি নারী আমি সব পারি,
আমি নিজের অধিকার ভুলে যেতে পারি
আমার কোনো চাওয়া পাওয়া থাকতে নেই,
সব কিছুর মাঝেও আমিই শক্তি সামর্থ হীন।
আমি পরিবারের বোঝা
আমি ঝামেলা
আমি অবুঝ
আমি অকর্মের ঢেকি,
না চাইতেও আমি কনে সাজতে পারি।
আমি মাতৃত্বের স্বাধ নিতে হাসি মুখে যন্ত্রনা সয্য করতে পারি।
তাই আমি নারী আমি সব পারি।