তুই অসম্ভব সুন্দর
তুই কি সেটা জানিস?
তবে তুই বড্ড দুরন্ত
কিছুটা অবুঝ ও বটে।
তবে তুই কিন্তু বেশ সহজ সরল,
ঘুরিয়ে পেচিয়ে জিলিপি বানানো,
সে তোর কাজ নই।
তুই বড্ড আনমনা
জানিস তোর এই আনমা স্বভাব টা, আমার বড্ড ভাল্লাগে।
তোর এলো মেলো চুল,
শুষ্ক ঠোট,
অগোছালো কাপড়,
পায়ে পাতলা চটিই বলে দেই তুই কত সাধারন।
তোর এই সাধারনের মাঝে যে লুকিয়ে আছে অসাধারন কিছু,
যেটা আমাকে মুগ্ধ করে যায় প্রতিনিয়ত।
আমাকে বাধ্য করে
তোর চলন বলন আমাকে বাধ্য করে তোকে ভালোবাসতে।
মাঝে মাঝে খুব করে ভাবতে বসি,
কি আছে তোর মাঝে?
না আছে তোর অনুভুতি না আছে ভালোবাসা,
একটা আনমনা অগোছালো মানুষকে কি ভালোবাসা যায়?
তবুও বার বার তোর রুক্ষতার মাঝে খুজে পাই কোমল হৃদয়,
খুজে পায় লুকনো ভালোবাসা,সন্মান,
আবারও নতুন করে তোর প্রেমে পড়ি।
তোর হাসির মাঝে খুজে পায় শান্তি,
তোর ছায়ায় খুজে পায় ভরসা,
তোর উপস্থিতি তে খুজে পায় সাহস।
তুই আমার খোঁপায় দেওয়ার জন্য ফুল আনতে জানিস না,
তবে আমার আসুস্থতায় স্থির থাকতে পারিস না।
উপহার দেওয়া, মিষ্টি মিষ্টি কথা বলা
সে তোর কাজ না।
তোর ভাষায়, কে করে এসব আদিক্ষেতা?
তবে দরকারী জিনিসটা দিতে ভুল করিস না।
তুই তো তোর মধ্যে মগ্ন থাকিস,
খেয়াল করিস কখনো আমাকে?
তবে কিছু হলে সবার আগে আমার কাছে আসতে ভূলে যাস না।
তুই এক রাশ কষ্ট নিয়ে হাসতে জানিস,
তুই নিজেকে যে কোনো পরিস্থিতি তে শান্ত রাখতে পারিস।
তুই মনে মনে প্রচন্ড পরিমানে ভালোবাসতে পারিস।
তুই অদ্ভুত
অদ্ভুত তোর সব কিছু
তুই অদ্ভুত এক পুরুষ।