বিরামহীন বৃষ্টি ধুয়ে নিয়ে চলছে
এই শহর দালান রাস্তা
ধুয়ে নিয়ে যাচ্ছে যত কলঙ্ক
জমা হয়েছিল ধুলোর কনায় কনায়।
অনেক ভিজেছি, ভিজেছ তুমি ও
ভিজেছে আমাদের মত অনেকই,
স্মৃতির পাতায় পাতায় জমে জমে
আগুন হয়ে নরকে রুপ নেয়া কলঙ্ক
নেভেনি এই সরল বৃষ্টিতে;
পুড়ে ছাই হওয়া কতক স্মৃতি
স্বচ্ছ আয়নায় আমাকে ঝাপসা করে,
মিনতি ভরা কদমের রেণু ভেসে যায়
নিয়ে যায়নি ছাই হয়ে যাওয়া অতীত।