কে যেন ভালবেসেছিল কোন কালে
হোমাগ্নি জ্বলে উঠে, তারারা ঝুলে পড়ে
সন্ধ্যার হাত ধরে চাঁদের আলো নেমে এসে
মাটির বুকে আদর বুলায়,
কে যেন ভালবেসেছিল কোন কালে।
পূর্ণিমার আলো ছিল
মেঘেরা হাঁসি ডাকেনি আঁধার ঘনিয়ে,
পূর্ণিমা আসে আলোর মেলায়
মেঘেরা ও হাঁসে তার ভালবাসায়,
কে যেন ভালবেসেছিল কোন কালে।
যত শুভ্র ভোর ছুঁয়ে দেখেছি
শিশির ভেজা কচি ঘাসের গর্ভে
সবুজের জন্ম আবেগের কোমল সুরে,
উৎসর্গ করা ভালবাসায় টানে
পূর্ণিমা হয় মেঘেরা হাঁসে
শুভ্রতা ছড়িয়ে থাকে সবুজ ঘাসে
কে যেন ভালবেসেছিল কোন কালে।।
কে যেন ভালবাসা উৎসর্গ করছিলো কোন কালে ।।