প্রেমিকারা হৃদপিণ্ড হয়ে ধমনী, শিরা ও উপশিরায় ছড়িয়ে পরে।

তারপর ইউরেনিয়ামের রেডিয়েশনে নষ্ট হওয়া চিন্তার শহরে হাজার বছরের নিষেধাজ্ঞা আসে।

বিবর্তিত হয় চিন্তাধারার নতুন জগৎ।

গ্রীনহাউজ গলিয়ে দেয় মনের কঠিন গ্ল্যাসিয়ার,
পারমাফ্রস্ট বিষিয়ে তোলে মনের প্রকৃতি।

প্রেমিকের মন যুদ্ধাহত সৈনিকের মতো নমনীয় হয়ে ওঠে, ঘাত, আঘাত, প্রতিঘাতে।

অবশেষে চিন্তার প্রাসাদে বরফ যুগের আবির্ভাব হয়। যেখানে দিবাকর কখনোই পৌঁছাতে পারেনি।

অথচ বিস্তীর্ণ সাহারায় সে ভেবেছিল কেউ বসন্ত হয়ে আসবে। কিন্তু!... দূরে তাকিয়ে দেখে শুধু মরীচিকার মরুভূমি।
..... .....  .....