জবুথবু হয়ে বসে থাকি মহাবিশ্বের শুরু থেকে
ফিজিক্স কি আমায় নিয়ে অনুশোচনা করে না?

মস্তিষ্ক ক্ষয়ে যায় ধীরে ধীরে,
নিউরনে শব্দ খেলা করে না।

মহাজাগতিক ছন্দে প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছি,
অথচ কখনোই অসীম ঘনত্বের বিন্দুটি ছিলাম না।

সভ্যতাগুলো ক্রমেই বিকশিত হয়েছে,
যার কোনোটিতেই আমার পদচারণা ছিল না।

তবে আমার আসাটা ছিল মহাজাগতিক,
যে কারণে ফিজিক্সের আমায় নিয়ে অনুশোচনা হয় না।

এই মহাজগতে আমি নিঃসঙ্গ গ্রহচারী,
তাই মহাকর্ষ আমায় কক্ষে ধরে রাখে না।

যেমনটা শুরুতে ছিলাম, শেষে তেমনই হয়ে যাবো,
হিপোক্যাম্পাসে এর চেয়ে গভীর কিছু আসে না।