এই যে আমি প্রেমের কবিতার ফ্রেমে
বারবার তোমাকে
নিত‍্য নতুন রূপে বাঁধিয়ে রাখি-
এতে কি তোমার মনে হয়- ভালোবাসায়
কোথাও দিচ্ছি তোমাকে ফাঁকি?

তোমার অভিযোগের ভুজগ
যেভাবে ফোঁস করে ওঠে নিত‍্যশ, তাতে
সত‍্যিই আমি সন্ত্রস্ত হই,
দুঃখ আমার বুকের ওপর দিয়ে
দাঁড়িয়াবাঁধা খেলে; তবুও 'দে দৌড়' বলে
আমি কিন্তু যাই না দৌড়ে পালিয়ে
তোমাকে ভালোবাসার দৃঢ় গড় থেকে, বরং
সে ভালোবাসাকে করি মূর্ত
কবিতার কারুকর্মে, যা নয় কি সে
অভিযোগের সদুত্তর বা দাঁতভাঙা জবাব?

জানো না মনে হয় কী আবেগে আশ্রয় নিলে
কবিতায় আশ্রয় পায় কেউ,
কতোটা কষ্ট হলে কারো চোখে
ওঠে অশ্রুর ঢেউ,
কতোটা অভিমানে মেঘ জমলে আকাশে
নামে বৃষ্টির ধারা- জানো না।

সে বৃষ্টিকে অনুভব করতে পারে না
যে ভূমি- সে পাথর-
মাটি সে নয় মূলত শস‍্য ফলানো;
তোমার অভিযোগ কি এ সত‍্যেরই প্রতিধ্বনি?

© শুকদেব চন্দ্র মজুমদার
      ০৪-০১-২০২৪