ফুলটি যখন ফুটলোই
হুট করে তাকে হারিয়ে গেলে চলবে না-
হাত বাড়িয়ে সবাইকে একত্রে এসে জুটতে হবে
তাকে রক্ষা করতে,
কারণ তার একার পক্ষে সম্ভব নয়
আত্মরক্ষা করা- সামান্য অস্ত্র- কাঁটার দ্বারা
অথবা ডালপালা-লতাপাতার
অবগুণ্ঠন আড়াল, বা অতি দুর্বল বাধার দ্বারা।

বাতিটি যখন জ্বললোই
তখন তাকে বুনো বাতাসের দাপট থেকে
রক্ষা করতে হবে।

ঝরনা বা সোঁতাটির যখন উৎপত্তি হলোই
তখন সেটিকে পথ দেখাতেই হবে
নদীতে মিলিত হওয়ার।

সততা সৌন্দর্য শুভবাদিতা ইত্যাদির
দল ভারি থাকে না কোনো কালেই- তাই তারা
চিরকালই দুর্বল থাকে স্বভাবত।

সততা বা সত্য সহজে প্রতিষ্ঠিত হয় না-
হওয়ার পথে মিথ্যে তার অমাত্যবর্গসহ ষড়যন্ত্রে নামে
তাকে উৎখাত করার জন্যে,
সৌন্দর্য সহজে সৃষ্ট হয় না, বা দৃশ্যমান হয় না-
হওয়ার পথে নানা বৃষ অবিমৃষ্যকারিতায়
তাকে দলিত বা ধর্ষিত করার চেষ্টা করে,
শুভ সহজে আবির্ভূত হয় না-
হওয়ার পথে কোনো শুম্ভ বা নিশুম্ভ কিম্ভূতকিমাকার
তাকে পরাভূত করার প্রক্রিয়ায় লিপ্ত থাকে,
মঙ্গলকে চিরকালই এক দঙ্গল অমঙ্গলের
পঙ্গপালের আক্রমণ-বাধাকে
অতিক্রম করে মঙ্গলালোক জ্বালাতে হয়েছে,
মহান কোনো উদ্যোগ মুহূর্তেই গৃহীত হয় না-
হওয়ার পথে অযুত-অযুত মুহূর্ত অতিবাহিত করে
মানবেতিহাসের পাতায় অনেক
ইতিহাস সঞ্চিত করতে হয়েছে তাকে নানা
বাধা-বিপত্তি সহযোগিতার-
এমনকি হওয়ার পরেও দায়িত্বের দাওয়ায় বসে
নিরুপদ্রব পা দোলাতে দেখা যায়নি কখনো তাকে।

দু-দুটো বিশ্বযুদ্ধের পরে, মনে রাখতে হবে
জাতিসঙ্ঘের সৃষ্টি হয়েছিলো,  
সৃষ্টি হয়েছিলো সময়প্রবাহের অববাহিকায়
দশাসই এক- দুই- তিন- দশটি শুধু নয়- তার দ্বিগুণ-ত্রিগুণ
অনেক গুণান্বিত ঘোষণা চুক্তি ও সংগঠনের-
মানবাধিকার ইত্যাদিকে মান‍্য করতে- মজবুত করতে।

সেগুলোর রক্ষা মান্য শুদ্ধি ও শক্তির
বদৌলতে এ পৃথিবী বিধৌত হোক- হতে থাকুক।

একটি ফুল ফুটে থাকুক-
সহসা ঝরে না পড়ুক-
এবং শত- সহস্র ফুল ফুটে উঠুক
তার দেখাদেখি- এই যেন দেখি- দেখে যাই
আমি আজীবন, আর
এ কামনা অন্য সহস্র মনেও জেগে উঠুক-
এ আশা আমার অপার!

© Shukdeb Chandra Mazumder
   10-06-2024