মৃতপ্রায় গাছ পায়
মাটি আলো জল
ডালে তার কচি পাতা
থোকা ফুল ফল

মৌ মৌ সুবাসে
মৌমাছি নাচে
ভ্রমরের ছোটাছুটি
ফুল দেখে হাসে

আজ তার শুভ দিন
ভ্রমরের ঝাঁকে
মধু শুষে মন পুষে
মৌমাছি থাকে