১
মাস শেষ হয়ে আসছে,
মানোন্নয়নে যেতে হবে কোনো তীর্থে পরমার্থে,
শনি-রবি-সোম শনি-রবি-সোম ...
মঙ্গলেই ভালো আলো জ্বালতে; -
এবার পুরনো রুমালে ঘরের পাখিরে হবে বাঁধতে।
২
বেলা পড়ে গেলে এ কোন রাগ জাগে মনে,
গোধূলির রঙ কেন এত টানে ঘরের কোণে!
একই ঘরে সকাল দুপুর একই ঘরে বিকেল
একই নদীতে স্নানের জল একই শিশিতে তেল;
তিন প্রহরেও না-মেশা তেল-জল
মেশে কি আর গোধূলির ক্ষণে!
৩
মাসেমাসে চাঁদ উঠে উঠোনে গড়ায়
পদেপদে বিষমতায় প্রতিভার ক্ষয়;
তিথি মেনে চললে তরণী তরিয়ে যায়
তীর্থের ডাক এলে না-থাকে সংশয়।