১
শ্রদ্ধাকে হাত ধরে ডাকতে নেই মুগ্ধতার রাতে
খা-খা ছড়িয়ে পড়ে বুকে প্রভাত গড়িয়ে।
বুঝি ব্যাকরণ মেনেই কবিতা লিখতে হয় এ সময়ে
তাই একটিও কবিতা হয় না শব্দ পেরিয়ে
মননের এ বেখাপ্পা মুক্তলয়ে!
২
স্রোতের টানে জ্যোত্স্না ভেসে এলে যে কবিতার ভাষা
শিকড়ি শব্দে সে আর কতোটা হয় বিম্বিত আশা!
বিবেচ্য - শব্দ আগে, নাকি কবিতা;
কবিতা, নাকি ব্যাকরণ? তবে কি অকারণ মুগ্ধতা!
কোনটা বেশি প্রয়োজন - হৃদয়, নাকি মাথা?
মাথায় ব্যাকরণ, বুকে কবিতা;
কবিতায় মুগ্ধতা, মুগ্ধতায় টান।
ভালোবাসার টানে তাই শিকড়ের শব্দেরা
মাটি ফুঁড়ে আকাশ আনে কবিতার বুকে।
৩
মুগ্ধ ফুলেরাই সবচেয়ে বেশী বসন্ত;
মুক্ত পাখিরাই বুকে আনে আকাশ অনন্ত।
শব্দের মুক্ত ডানায় মুগ্ধতা আনে চিরন্তন কবিতা।
অভিধানে ব্যাকরণে ঘর-বাড়ি হয়;
কবিতায় আকাশ-মাটি ফুল-পাখি কথা কয়।