শুনেছি আমায়  মনে রাখিসনি, করেছিস অবহেলা,
তোর চোখের নজরে মন কেড়েছে কথার ঝলকে প্রাণ ভরেছে  
তবে কেনো করলি প্রেম প্রেম নামক খেলা?  
            
বুঝেছি  তোর এড়িয়ে যাওয়া,  কথায় কথায়  কাটাকাটি
যে প্রেম রাতের  জোছনাকাশে, এসেছিলি অতি কাছে  
তবে কেনো এমন বদলে গেলি দ্রুত  রাতারাতি ?  

দেখেছি  তোর চোখের  বিলাস, অতি উচ্চাকাঙ্ক্ষার ভীত
বলেছিলি নিত্যকালের সঙ্গী হবি, কথায়  কথায়  প্রেমের ছবি
তবে আজ কেনো অন্যের পাঁচালীর গীত?

                আজ  কি ফেলি বল
             তোর কান্না যে অবিরল ,
              সুখের  খুঁজে খল খল
             তোর চোখে কষ্টরা  ছল ছল।  
যেই পাষাণপ্রাণে মন ভাঙে  চিরশৃঙ্খলহীন জীবন গানে
অদৃষ্ট তারে পোড়ায় মারে, লোভ লালসার সন্ধিক্ষণে
ভেঙ্গো না কারো মন, তবে জীবন হবে অনিবার সুখের রতন।


রচনাকাল  
১।০৭।২০১৭
আবুধাবী।