চেয়েছি তোরে প্রাণের আকুতিতে,লুকানো প্রেমের ফুল,
গোলাপি রঙয়ের শাড়ির আঁচলে ,
নীলাভ রঙের বসন জমিনে
কর্ণে, কুল ফুলের ছোট দুল।
দেখেছি তোরে মনের অভিলাষে,মায়া ভরা আঁখি,
যে আঁখি'তে স্বপ্ন আঁকে,
জীবন চলার প্রতিটি বাঁকে
বল এত সুখ কোথায় রাখি?
চিনেছি তোকে নিশি আঁধারঘোরে,স্বপ্নে যখন ছিলি,
মৃদু হাসির রূপের জালে,
কত কথার অন্তরালে
কত কথা বলে নিলি !
আমি অবাক চেয়েছি!তোর মুখের পানে,খিলখিলিয়ে ঠোঁট,
হাসির ঝলকে মনটা ভরে,
যুগযুগান্তে ধ্বনির স্বরে
পাখপাখালি ওরে জেগে উঠ।
নিত্যদিবসে আমি তোরে চাই যে, আশেপাশে থাক সারাক্ষণ,
মূখে থাক কবুতরের বুলি,
হাতে সুখের রঙ তুলি,
অনুভবের ছোঁয়ায় মন।
তোর অভ্যেস হয়ে উঠিব আমি, ভালমন্দের আলিঙ্গনে
সারাক্ষণ তোকে ভেবে যাব,
সুখ-দুঃখে তোর সঙ্গি হব,
দিব না কারো স্থান তোর মনে।
আমি তোর স্বপ্নের আকশ হবো নিরন্তর, ভেসে যাব অনর্গল
কাটাবো জীবনের চারিপাশ,
তোর প্রতিটি শ্বাস-নিঃশ্বাস
তোকে ঘিরে,দুনিয়া প্রতি পল।
যেখানে পড়বে তোর রূপের ছায়া, আমার স্বপ্ন দুনিয়া ঘিরে,
সেখানে আমি ছুটে যাব মোর মোহমায়া, তোর জীবনের তীরে।
রচনাকাল
০৭-১২-২০১৯
আবুধাবী।