অনন্তকাল মনের ঘরে, যেন মর্মরধ্বনি শুনি,
তোমার চোখের কাজল ভ্রমর, ময়ূরপঙ্খী বুনি।
শাসনরূপে প্রেমের বাঁধন, যেন প্রখরতার দৃষ্টি
গুঞ্জনমুখর মৌচাকের স্বর, অদ্ভুত স্রষ্টার সৃষ্টি ।
দক্ষিণায়নের উদাস বাতাস, বেহাইয়া করে মন,
তোমার চাহনিতে আশ্চর্যরূপ , ভাবি সারাক্ষণ।
আঁচল উড়ে মনের হাউসে, স্তব্ধ আমার প্রাণ,
প্রিয়ার হাতের চায়ের কাপে, সুবাসিত ঘ্রাণ।
খোঁপার মাঝে রঙ্গিন ফুলে, বইছে যেন সুবাস,
তোমার পরাণ আমার মাঝে গাঢ় প্রেমাআকাশ।
তোমার মুখের আদরবাণী, মুগ্ধ করে মোরে,
যেথায় থাকি যেমন থাকি মন ছুটে যায় ঘরে।
মিষ্টি মধুর রাগ-অনুরাগ, যেন রসে পোড়া মিঠে,
পীরিত নামক মধুর শব্দ, সকল অভিমান টুটে।
স্মৃতিবিস্মৃতির কত কথা, যেন সহস্রবৎসরের প্রাণ
নীলাম্বরের নীলাম্বরী তুমি সকল শীত গ্রীষ্ম অঘ্রাণ ।
তোমার অস্তিত্ব হৃদয় মাঝে, জ্বালায় প্রেমের বাতি,
মনমলাটে স্নিগ্ধপরশ, গভীর প্রেমের সুখে মাতি।
যেমনি আছো তেমনি থেকো, দুঃখ ভুলে সুখে,
সুখের প্রদীপ জ্বালিয়ে দিবো ঐ হাসিমাখা মুখে।
রচনাকাল
১৬-০১-২০১৮
আবুধাবী