তিমি মাছের মন'টা খারাপ
কালো মেঘের ঢল,
অতল তলে লুকিয়ে আছে
ভয় কেন জল?
নদী বলে,আয়রে মেঘ
ভরিয়ে দে মোরে,
তিমি বলে আকুতি করি
ডুবাস না ওরে।
অর্ঘ্য বলে ,বৃষ্টি ওরে
ধুয়ে দে'না গাঁ,
নদী বলে,তিমির নাকে
সর্দি ভরা গা।
অর্ঘ্য বলে,মিষ্টি ঠোঁটে
জলে জন্ম যার ,
সর্দি কি আর লোক দেখেনি
নাই কি কর্ম তার!!
রচনাকাল
০৮।১০।২০১৫
ইউ এ ই