আঙিনায় বসে তোমার বাঁশরী শুনবো,
মন ফুর্‌ফুর্‌ ফুর্তি ভরে,
দুরুদুরু বুকে গভীর ছন্দে মিশবো,
কলকল পাখি ডাকা সুরে।

উৎসারিত আনন্দে জেগে উঠে
মন ফুল কাননে,শিশির টলমল,
সুপ্ত সুখের আনন্দরাশি,আমায় পাগল
করে তোলে জগৎ ছবি যেন জ্বলমল।

স্বপ্নের সব দারুণ খেলা, প্রাণে চঞ্চলতা এনে,
খেলছে মন বন্দরে,
অজানা সব সুখের মূর্তি ভালোবাসার
ইমারত গড়ে আমার অন্তরে ।

ফুসফুসেতে বায়ু যাতায়াত করে
সান্‌-বাঁধা মন প্রাঙ্গনে,
অনুচক্রিকা গুলো আজ স্রোত
ধারা বহে প্রেমের অমৃতস্নানে ।
তোমার বাঁশরীর মাতাল করা সুরে,

আত্মভোলা করে ,শুক্ল সন্ধ্যাবেলা ,
এলোকেশী চুলে পাগলীনির মত  ছুটে চলি,
তফাৎ নেই,বেলা-অবেলা ।


রচনাকাল
০১-০১-২০১৯
আবুধাবী