সেই পদ্মা, সেই মেঘনা ,সেই যমুনা আদৌ আছে
সম্পর্কের পরম্পরায় অবিরল বহমান মোহনায়
কি দোষ ছিল এই মন মাঝির তুমি রাখলে জীবন যন্ত্রণায় ।
ভুল'টা কি এই ছিল মন মাঝির তুলেছিলো প্রেম পাল ?
পাটিগণিতের ন্যায় হিসেব কষে কেড়ে নিলে হারপাল ।
সাজিয়েছিলে তুমি মনের বাগান স্বপ্নের আঙ্গিনায় 'অথচ'
আজ তুমি বধূ সেজে বসে আছ অন্যের বাসর পিঞ্জিরায়।



রচনাকাল
২৭।০১২০১২
ইউ এ ই