আকাশে যখন কালবৈশাখী,তখন আমরা দুইজন,
একাকী পাশাপাশি,বসে বসে রঙ্গ রসের কথায়
মেতে ছুটছি প্রেমের তরী বেয়ে রামগতি থেকে
চট্রলার পথে। পড়নে তার বাদামি রংচংআ শাড়ি,
কপালে লাল টিপ।আমি অরেঞ্জ শার্ট জড়ানো।
প্রিয়া মাঝে মাঝে আমাকে তাকায় প্রেমের দহনে
আর আমি চেয়ে আছি অনির্বাণ।
কী অদ্ভুত সৌন্দর্যরূপ তার চোখে!!
ক'টা চুল তার চোখের উপর খেলা করছে
গর্জমান কালো অন্ধকারময় আকাশে
প্রবল জলঝরা আলো তার রূপ যেন মহিমান্বিত!!
দুই চোখে তার আলতো নিদ্রা।
আর আমার চোখে তাকে কেবল দেখার নেশা
এ যেন অদ্ভুত নেশা, আমার প্রেমের নেশা।
তাকে একটা কবিতা বানানোর নেশা।
কেনোনা সে যে আমার জীবনের কবিতা।