তারা করুক যত হিংসা হানাহানি চুরি ডাকাতি পাক সাধুবাদ,
মনে রাখবে তুমি,  আঁধারের পর আলো ওঠে ওটাই প্রতিবাদ।
তারা বীণার তার কেটে  ভাঙ্গুক  সুরের ধ্বনি ঘাতক তাদের মন,  
তবুও বীণা বেজে উঠবে নতুন সুরে, উড়বে সুরের বিজয়ী কেতন।

তারা মানব কল্যাণে না হয় বিষপোঁড়া, বিষাক্ত ছোবলের দাঁত,
ভেঙ্গে দাও সেই  দাঁতের ক্ষমতা করো নির্বল থেকে সবলের প্রতিবাদ।
দিন দুনিয়া বড় কষ্টের কারখানা সমাজ সহে কত ঘাত প্রতিঘাত,
তুমি নয়তো  হুতুম পেঁচা,  আর ডাহুক পাখি, গর্জে তোল প্রতিবাদ।  

তারা অন্যায়  করে নিজের ক্ষমতা  ঝাঁড়ে অতি নিকৃষ্ট তাদের মন,
ভুলে যেও  না উপরে আছেন এক আল্লাহ্‌ /ঈশ্বর  দৃষ্টি সারাক্ষণ ।
তারা  মন্দলোক ক্ষমতালোভী   ঘটায় উৎপীড়ন অশান্তি দূর্গতি,
জীবনটা একটা  ক্ষণিকের  মোমবাতি , হোক তাঁদের সৎমতি।  

তাদের দৃষ্টি হোক শকুনের  চোখ , পরের অর্জিত ধনে
মনে বিশ্বাস রাখো তুমি  জিতবে,  মহান  আল্লাহ আছেন সনে।  
অন্যায়ের ক্ষুর ইস্পাতের নয়, দেখবে মনে তাদের সদা  ভয়,  
ঈশ্বর গড়েছেন এই  পৃথিবীর পথ চিরনির্ভয় সুনির্মল সমূদয় ।


রচনাকাল
২০।০৬।২০১৭
ইউ এ ই