প্রিয়ে  তোমার শাড়ির আঁচল উড়ছে  
যেন ঐ আকাশের নীল মেঘ ভেসে যাচ্ছে
কালোকেশী চুলের চেনা ঘ্রাণে
আজ এক টুকরো মেঘ আমায়  আমন্ত্রণ দিলো
ওহে শুনছ প্রেমিক পুরুষ ,
শুনে যাও তোমার
পাগলিনী প্রিয়ার  রূপের গল্প।

আমি  অবাক হয়ে শুনি
অপলক চেয়ে থাকি,
যেন আমার বাগিচায়
একটা  রক্তজবা ফুটেছে ,  
যেই ফুলের সৌন্দর্য আমাকে মাতাল করে তোলে।

আমি ঐ মেঘের বুকে হাসির
চিত্র দেখি। যেন কোনো শিল্পীর আঁকা
রংতুলির আঁচড়  পড়েছে লাল ঠোঁটে ।  
লাল পাইড়ের শাড়িতে হলদে জমিনে
নীল আঁচলে রীতিমত অদ্ভুত সৌন্দর্য ।

আমি  যেন বিস্মিত এক কবি,
যেই কাব্যের ভিড়ে রয়েছে শব্দের আলপনা  
সেই আলপনায় আমি  শব্দের উপমা খুঁজি
গড়ে তুলি ছন্দের  ঝংকার।
যেই ছন্দ কবিতার  অলংকার
যেমনি তোমার  হাসি  তোমার রূপের অহংকার
কেননা তুমি যে আমার  হঠাৎ দেখা সেই  পরী।
আহা ! মরি  মরি!!
তোমার  প্রেমের  আগুনে মরি।



রচনাকাল
২২।১০।২০১৭
আবুধাবী