প্রভাত হলো পাখির ডাকে
ঘুমের হয়নি শেষ,
মা ডাকছেন – ‘উঠরে অর্ঘ্য’
ঘুমের কাটেনি রেশ।
রঙ পেন্সিল আর বই ছড়ানো
অর্ঘ্যর চারিপাশ,
রঙিন ঘুড়ি মেলছে ডানা
আনন্দের উচ্ছ্বাস ।
ঘুমের চোখে আঁকলো ছবি
ঘুড়ি উড়ছে আকাশে,
তার হাতে সুতার নাটাই
অর্ঘ্য খুশির বাতাসে।
রচনাকাল
২৪।০১।২০১৭
ইউ এ ই