এক রাত্তিরে ল্যাম্পপোষ্টের আলোয়;
তার  হালকা হাসির আভা দেখছিলাম
আমি তো  বিস্মিত!
দিনের আলোয়  যা চকচক ক'রে তা রাতের আলোয়
ত্রিকোণের মতো যেন কোনো  রসালো  ঠোঁটের  উচ্ছ্বাস।  

তার চোখ দুটি  যেন শিকারীর দৃষ্টি, কোনো আগন্তুকের অপেক্ষা বুঝি?
আমার  কৌতহল হওয়াটা   স্বাভাবিক।  
মধ্যরাতে ছাদের উপর হতে এমন দৃশ্য দর্শন ,
নয় কোনো  সিনেমার গল্প,নয় কোনো  নাটক,  
আমি  তাকে  আরো  বুঝতে চাইলাম, দূর থেকে।

এক  মধ্যবয়সী যুবক চোখের  ঈশারায় কি যেন বলল;
ললনা  তার  বুকের আঁচলখানি উড়িয়ে দিলো লাজ লজ্জা ছিড়ে,
খোলা ময়দানে আজ সে যেন  কামনাময়ী,রহস্যময়ী  
কিন্তু  যুবক পাশ  কেটে  যেতেই খেয়াল করলাম তার  বিমর্ষ মুখ।

খোলা জনশূন্য ল্যাম্পপোস্টের পাশে মাটির নিচে মৃত মানুষরা ঘুমাচ্ছে,
ভয় ভয়  পরিস্থিতি  কিন্তু তার চোখ  দুটি  যেন নির্ঘুম উন্মুখ।  
চাঁদের আলোয়  তার  মুখচ্ছবি বেশ  মলিন;
অপেক্ষার বুঝি  অবসান! অচেনা এক যুবক  এসে  নিয়ে চলল
ভাসাতে রক্তকরবীর মধুস্রোতে।  

আমি পিছু তাড়া করলাম, নিজের মতো  ক'রে
যেই ডালে ফুল ফুটে আছে, কামনার নকশা সাজানো অঙ্গ
বিদায় করে  দিলো, কাগজের  নোট হাতে ধরিয়ে দিয়ে।  
তার  তখন মুখে যেন উচ্ছল হাসি, আপন দুনিয়ায় , আমি আবারও নির্বাক!
অস্তিত্ব বিকিয়ে যখন দেখলাম মেয়েটি , ঘরে হ্যারিকেন জ্বালানো মা
যাঁর প্রাণ নিভু নিভু করছে  কঠিন ব্যধিতে, তাঁর মুখে  তুলে দিচ্ছে  
সতীত্ব বিক্রির টাকার  ঔষধ ! তখন আমি তো  নির্বাক!!  

যাকে ভেবেছি নষ্ট মেয়ে, এই সমাজের  পতিতা  
এই কেমন খেলা খেলছ তুমি, হে বিশ্ববিধাতা।  

রচনাকাল
২১।০১।২০১৭
ইউ এ ই ।