আমি সেদিন দেখেছিলাম তার রাঙা চরণে
সোনার নূপুরের রুণুঝুণু ঝংকার , হাতের সাদা কাঁকন
গলায় সোনার চেইন, নাকে, কানে দুল, কপালে লাল টিপ,
পড়নে সুরাট-রাজস্থানের জামদানী শাড়ি। আমি তো বিস্মিত!!
"এই তুমি সেই তুমি !!"
যখন তুমি আমার হাতে হাত রেখে, পথ চলতে,
চোখে উপর চোখ বসাতে রঙিন স্বপ্নে, হাসতে হাসতে বলতে তুমি
"তোমার চোখ আমার মনের আয়না"
আমি বায়না ধরে তোমার কোলে মুখ লুকাতাম,
তুমি আমার চুলগুলো ধরে আদরের পর আদর করতে,
জমতো মনে তখন প্রেম জাগানিয়া অনুভূতি।
অথচ আজ যেন সেই অনুভূতিরা পলাতক আসামি।
ক'দিন তোমার কোনো সাড়া পাচ্ছিলাম না
নেই যোগাযোগ মুঠোফোনে, কিংবা ফেইবুকে
কিন্তু মন যে আর মানছিলো না, উড়াল দিলাম আকাশে,
তোমায় দেখবো বলে, ভালোবাসবো বলে,
মনের ভিতরের জমানো কথাগুলো শুনাবো বলে,
কিন্তু একি প্রবঞ্চনা!, উজ্জ্বল প্রেমকে আঁধারে ঠেলে দিলে?
অচেনা প্রেমকে কাছে টেনে নিলে!!
তাহলে যা আমায় দিয়েছিলে, সেটা ছিলো অভিনয়, নাকি প্রতারণা ?
আমায় একবার বলে দেখতে, হাসিমুখে মেনে নিতাম,
এই বুকের লালিত প্রেম শুধু পাওয়ার জন্য নয়, ত্যাগের জন্যও বটে।
আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তোমার বিবেক কি তোমায় ক্ষমা করবে প্রিয়ে?
রচনাকাল
২৩।১২।২০১৬
ইউ এ ই।