সাদা কাগজে কালি বসে, নানা ঢঙে নানান রঙে
জ্ঞানের আলো জ্বালাতে কবি, লেখক, শিক্ষক অংক কষে,
কিন্তু মোমের আলো পুড়ে ক্ষয়, একটু অস্তিত্ব থাকে বৈকি
আর সেই অস্তিত্বের উপর সূতা ভর ক'রে আলো জ্বলে,
যে আলো ভূবন বিশ্বের ধারক
বুঝায়, কোথায় স্বর্গ কোথায় নরক,
কে আমার , তোমার প্রতিপালক।
সূর্যের আলোয় মোহিত দুনিয়া, কোথাও মসৃণ কোথাও ক্ষার,
জীবনে যখন চলতে হবে ভিন্ন ভিন্ন মানুষের সমন্বয়ে, যেখানে
কোথাও সুখ কোথাও দুঃখের সংসার।
আমি বাতাসকে কাঁদতে দেখেছি, বৃষ্টিকে হাসতে দেখেছি, আবার
বৃষ্টিকে কাঁদতে দেখেছি, বাতাসকে হাসতে দেখেছি, এই যে দুনিয়ার কারবার,
জগতে প্রেম আছে ,মোহ আছে, লোভ আছে, লালসা আছে,
তবুও জগত সুখের সাকার।
তবে কেনো এই অভিনয়, ভালোর জয়, মন্দের ক্ষয়। চিরচায়িত,
অকারণে খুঁজে নাও ঈর্ষা খুঁজতে সামান্য সুখের পরিণয় ?
রচনাকাল
২২।১২।২০১৬
ইউ এ ই ।