আপডেট - "কথায়  আছে ভালো কিছু করার জন্য ভালোর, পাশাপাশি মন্দ দিকও কিছু  শুনার প্রস্তুতি নিতে হয়।  আমার  কাছে তেমনি প্রস্তুতিও  ছিলো। কারণ আসরে বিজ্ঞপ্তি অনুযায়ী ৬,৮৬৭ জন কবি সদস্যর মধ্যে ২০৯ টা কবিতা  জমা পড়েছিলো, এটা ছিলো  সবার কবিতার প্রতি  ভালোবাসা। কিন্তু  সবারই তো  ইচ্ছে আছে তাঁর কবিতাটি  আলোর মুখ দেখুক। একটু হাসুক মন খুলে। কিন্তু  আমার  যদি সামর্থ থাকতো  তাহলে সবার  কবিতা নিয়ে  বইটি  নির্মাণ করতাম। কিন্তু এখন ২০৯টি  কবিতা  থেকে ১০০টি কবিতা বাছাই করে  নিতে গিয়ে বাকি ১০৯ জনের  চোখের শত্রু  হয়ে  গেলাম বুঝি!! এটা আমি কঠিনভাবে অনুভব করছি।      
    কবিতা  লেখার সময় আবেগ যখন ঘিরে ধরে তখন আর লাইনের  কথা মনে থাকে না ,সে-ই আমি  ভালো করেই  জানি। তবে   হ্যাঁ বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ থেকে ২৮ লাইনের  মধ্যে কবিতা  দিতে আমি  শর্ত দিয়েছিলাম বৈকি। কারণ  একটা ১০ লাইনের  কবিতা  যদি  একটা  পাতার  জন্য রাখি তাহলে অর্ধেক পাতা খালি পড়ে থাকবে। আর  তাতে  দেখতে  দৃষ্টিকটু  লাগবে। আর ২৮ লাইনের  বেশি  হলে এক পাতা রেখে ২য়   পাতাও  ছেড়ে দিতে হবে ঐ কবিতার জন্য।  এই জন্য  লাইনের শর্ত দেওয়া।
   তবে নিয়ম করার সময় প্রকাশনার সুবিধের জন্য আমি নিজেই শর্তগুলো করেছিলাম। কিন্তু পরবর্তীতে কবিতা বাছাইয়ের জন্য  যেসব গুণীজনদের দায়িত্ব দেয়া হয়েছে, উৎকৃষ্ট  কবিতার  মান দেখে তাঁদের পরামর্শকেও গুরুত্বের সাথে নেয়া হয়েছে  অল্প  সংখ্যক কবিতার জন্য। এটা  যদি আমার  অন্যায়  হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে  দুঃখিত ।        
    আর আসরের  অনেক  অভিজ্ঞ কবি অরূপ গোস্বামীর সম্পর্কে আমার  ভ্রাতা। উনার  প্রতি শ্রদ্ধা আমার মনে প্রাণে। উনার  কবিতা  এখানে স্থান না  পাওয়ায় আমি নিজেও  অনেক মর্মাহত। এই জন্য প্রকাশকের সাথে তর্কে জাড়িয়েছিলাম। তাঁর ভাষ্যমতে, "সকল কবিতা যখন প্রচলিত শব্দে।তখন এর একটা  ভিন্ন কবিতা দিলে ভালো দেখাবে না।অনেক সময়  বাংলা একাডেমীও  প্রশ্ন তুলতে পারেন।"  
   ------
   কবিতা মঞ্জরী / কাব্য শতদল - দুটি  নামের  মধ্যে  যেকোনো  একটি  নেওয়া হবে আসছে অমর ২১শে  বইমেলা ২০১৭ কাব্যগ্রন্থের  জন্য। উক্ত  গ্রন্থের  জন্য আসরের  সকল  কবিদের  মধ্যে থেকে কবিতা আহ্বান করতে গিয়ে প্রায় দু'ই  শতাধিক  কবি'র কবিতা  জমা পড়েছে। অনেক কবির কবিতার  লিঙ্ক  ওপেন করা  যায়নি। তবুও সবগুলো  কবিতার  মধ্য থেকে বাছাই  করে  ১০০শ জন কবির কবিতা তুলে আনা, সত্যিই দূরহ এবং  কঠিন কাজ  বৈকি। এতে  আমাদের বিচারক  প্যানেল এবং প্রকাশকের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের কাছে  কৃতজ্ঞতা প্রকাশ  করছি। নিচে বাছাইকৃত ১০০ কবির  কবিতা  চূড়ান্ত  তালিকা দেয়া  হলো। ধন্যবাদ  সবায়কে।  

**** কবিতা বাছাইয়ের ক্ষেত্রে ছিলেন আমাদের আসরের সম্মানিত কবি শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ বুলবুল, চট্রগ্রাম বেদবুনিয়া স্কুল এবং কলেজের বাংলার শিক্ষক কিরণ চন্দ্র দাস। এবং আমাদের অভিজ্ঞ প্রকাশক আবদুল হাকিম নাহিদ। উনারা তিন জনেই বাছাই কাজ সম্পূর্ণ করেছেন। আমি তাঁদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।

-------------------------------------
১। শিমুল শুভ্র (উদ্যমী কবি)- শিশির জলে কবিতা-
২। আবেদীন বাপ্পী-  বিবেকহীন আত্মা
৩। আর্যতীর্থ – আহ্বান
৪. রুম্পা শিমুল - মিষ্টি পান টা খেয়ে যাও না গো
৫. কবীন্দ্র ধোয়ী- শিহরণ
৬.বিকাশ দাস- একদিন আসে
৭.সৌমেন বন্দ্যোপাধ্যায় (পীযূষ কবি) - অডিশন চলছে  
৮। পলাশ দেব নাথ - মায়ের কাছে চিঠি
৯। অনিরুদ্ধ বুলবুল- আসুরিক প্রবৃত্তি
১০.আবু সঈদ আহমেদ - স্মৃতিতে চ্যুতি
১১. শায়লা সুলতানা  - তোমার প্রসারতা  
১২. মোঃ ফিরোজ হোসেন- স্বপ্নের শিথানে
১৩. গৌরাঙ্গ সুন্দর পাত্র - প্রেমের স্পর্শে
১৪. 'রুহুল আমীন রৌদ্র'- ফুল দিতে আসিনি হৃদয় দিতে এসেছি
১৫. নীল রতন চক্রবর্তী (সুব্রত চক্রবর্তী)- চেয়ে নেব পশুর জীবন
১৬. মোহাম্মদ তারেক- ন্যায়ের দণ্ড
১৭. সুকান্ত- নারী
১৮. মোঃ আনিছুর রহমান- অস্তিত্বের লড়াই
১৯. মুহাম্মদ মনিরুজ্জামান- স্বপ্ন পুরুষ
২০. মোঃ আরিফ হোসেন সর্দার - আল্লাহ আল্লাহ কর ভাই
২১. প্রবীর দে- নিরাপত্তা
২২.নূরুল ইসলাম- ভণ্ড সাধু ঋদ্ধ সাধক
২৩.হাসান ইমতি- ভালোবাসা মরে গেলে
২৪. অর্বাচীন স্বজন- চলো ফটোসিন্থেসিস শিখি
২৫. অনুপম মন্ড্ল- প্রথম প্রবাহ
২৬. মুহাম্মদ রুহুল আমীন- দূরে যদি ঠেলবে
২৭. শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী- বায়ুভাব
২৮. রাসেল আহাম্মেদ- প্রিয় তুমি
২৯. মোঃ আবুল কালাম আজাদ- দুর্দশাগ্রস্থ বসুন্ধরা
৩০ .কল্লোল বেপারী- আমার একুশ আছে
৩১. Raisuddin - সেই বর্ষার ডাকে
৩২. অজিত কুমার কর- ছড়া (মানুষ হবার প্রথম পাঠ)
৩৩. মহিউদ্দিন হেলাল- ছায়া মানবী
৩৪. মলয় গাঙ্গুলী - সাত রাস্তার নির্বাসনে দূর নিয়ন্ত্রণ
৩৫. শাহীন আহমদ রেজা- হে নবীন  
৩৬. ফয়েজ উল্লাহ রবি- তুমি থাকলে পাশে
৩৭. আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন- আমার বাংলা
৩৮ অনন্ত গোস্বামী- তোমার আমার একুশ সবার
৩৯ পুলক আরাফাত- ধূসর মনের চিলেকোঠা
৪০. লক্ষ্মণ ভাণ্ডারী- রক্তে লেখা মাতৃভাষা
৪১.মোবারক হোসেন- মনের রংধনু
৪২.- জয়শ্রী কর- ঘেঁটুর ভূতভীতি  
৪৩. SWAPAN KUMAR DAS- বাইশে শ্রাবণ
৪৪. আল মামুন- আমন্ত্রণ
৪৫.পল্লব- প্রেমের বাণী  
৪৬. সুবীর কাস্মীর পেরেরা(বৈরাগী কবি)- জীবন খাতায় হার মানা
৪৭. অনুপ মজুমদার- কবিতা তোমার ভালবাসা
৪৮. সুহেল ইবনে ইসহাক- সভ্যতার আঙ্গিনায় দানবের পায়চারি
৪৯. এম ওয়াসিক আলি- আমার শুঁয়োপোকা বন্ধু
৫০. রক্তিম- স্রষ্টার কাছে বিক্ষোভ
৫১.  সমীর হালদার- মায়ের কুঁড়েঘর
৫২. মো: আমজাদ হোসেন- সংসার
৫৩.  শ্রী সঞ্জয়- আমরা সে দশ
৫৪. হরেকৃষ্ণ দে- অন্তরঙ্গ
৫৫. পরিতোষ ভৌমিক (অমায়িক কবি)- সরণি
৫৬. তপু সারোয়ার- ভালবাসার রঙ
৫৭. রুনা লায়লা- এরই নাম জীবন (ছন্দবিহীন)
৫৮ স্বপ্নময় স্বপন- জলজ
৫৯. ড. সুজিতকুমার বিশ্বাস- হেমন্ত আখ্যান (সনেট)
৬০. সাবলীল মনির- বোতলবন্দী
৬১. খলিলুর রহমান- অবেলায়
৬২. নব রঞ্জন সিংহ-  কাপুরুষ  
৬৩. মৌটুসি মিত্র গুহ- চিলেকোঠার প্রেম
৬৪.মীর মামুন হোসেন- সুখে থেকো
৬৫.  আজিজ আহমেদ (কবি)- জাগরণ
৬৬. কবীর হুমায়ূন- বুকের তলের কষ্ট
৬৭.  ছবি আনসারী- শঙ্খচিলের পালে
৬৮. ইন্তিখাব আলম- নারী এবং অরণ্য
৬৯ আজাদ বাঙালি - কবিতা খুঁজেছি আমি
৭০. মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন- কল্পনার অযাচিত হস্তক্ষেপ
৭১. মাহদী হাসান- বাকযন্ত্র যেখানে অসহায়
৭২. সঞ্চারিণী- নিবেদনের ডাক
৭৩. আহমাদ সা-জিদ(উদাসকবি)- প্রতিবাদ (রামপালের আর্তনাদ)
৭৪. তু‌হিন আহ‌মেদ- তু‌মি নেই ব‌লে  
৭৫. মোহাম্মদ কামরুল ইসলাম- ফুলমতির জীবন
৭৬. মল্লিকা রায় - হায় প্রেম যায় প্রেম  
৭৭. পল্লব চৌধুরী - দুই অর্ধেক প্রাণ
৭৮. নাহিদুল ইসলাম (দহিনা) - ঘুমন্ত কালের অভিযাত্রীরা
৭৯ জয়শ্রী রায়- ছন্দে বারে বারে
৮০. প্রবীর চ্যাটার্জী- পাহাড়িয়া
৮১. যোগেশ বিশ্বাস - মায়ের ভাষা
৮২. রিঙ্কু রায় (আবৃত্তিকার)- একুশ এসেছে একুশ আসবে
৮৩.  মোহাম্মদ জহিরুল ইসলাম- অপেক্ষা
৮৪. কামরুল-ফারুকি - তোমার আঙুল
৮৫. প্রদীপ মার্সেল রোজারিও- প্রতিকূল সময়ের পংক্তিমালা
৮৬.  আনোয়ার পারভেজ শিশির- আশা পরশ
৮৭. অদিতি চক্রবর্তী- তর্পণ  
৮৮. কবি সাকিব জামাল- তোমার কবিতায় শোনাও বিপ্লবের গান
৮৯.তাহমিদ হাসান- প্রথম প্রেমের চিঠি  
৯০.মোস্তাফিজার সুজন- প্রেম পুকুর  
৯১.  দীপঙ্কর বেরা- সীমানায় হৃদয় বাগান
৯২.কপিলদেব সরকার- শিশুশ্রমিকের জন্য
৯৩. সুদীপ্ত সরকার- নিমক  
৯৪. কে এম শাহ্ রিয়ার- তোমার জন্য
৯৫. স্বপন গায়েন (উদয়ন কবি)- সাধারণ মেয়ে
৯৬.শাহ আজিজ - কাবিনে জামিন-  
৯৭.  হুমায়ূন কবির - ফাল্গুনের হাসি
৯৮. সুখেন্দু মাইতি (বিনোদ কবি)- তোমার জন্য
৯৯. উম্মে আইমান মুর্শিদা- জন্মভূমি
১০০. তানজিলা ইয়াসমিন (পূরবী কবি)- অলেখা কাব্য