সন্ধ্যে তারা উঁকি দিচ্ছে , চাঁদের শুভ্র জোছনায়
আজ আকাশ মাঠে ঢের আলোর ছড়াছড়ি।
তাই দেখে প্রিয়া আমার আঁচল পেতেছে
শুকিয়ে নিবে তার ঘর্মাক্ত আঁচলখানি, একটু আগে যেই আঁচলে
আমার মুখে পরশ বুলিয়ে দিয়েছিলো,অফুরন্ত প্রেমে।
শুকাতে দেওয়া আঁচলে একটা প্রজাপতি এসে বসেছে ,
জোছনার আলোয় প্রজাপতির ডানা চকচক করছে,
আমি তো বিস্মিত! রাতের বেলায় প্রজাপতি!!
আমি অবাক চোখে তাকালাম প্রিয়ার মুখে, মুহূর্তেই
তার হাসিমাখা মুখখানি যেন আমাকে পাগল করে তুললো,
কিন্তু প্রজাপতি বসে আছে আগের মতো
প্রিয়া আলতো করে প্রজাপতির ডানা ধরে বললো,
"একটা প্রজাপতি তোমায় দিলাম - আমাকে একটা ফুল উপহার দাও
যেই ফুলে আমার আঁচল ভরাবে মাতৃত্বে।"
আমি আদরে তার কোলে মাথা রাখলাম -
চার চোখ এখন এক সাথে মিলেমিশে একাকার,
আজ জ্বলন্ত প্রেমের আগুন জ্বালাবো নির্ঘুম ভালোবাসায় জোছনা রাতে,
তার তৃষিত অধর যেন থরথর করছে, আমার অপেক্ষা যদি
একটা চুম্বনের পরশ পাই!প্রিয়া আমার খিক খিক করে হেসে পালাতে চায়লো,
আমি প্রিয়ার আঁচল টেনে কাছে বসালাম। তার গালে দুটি হাত রেখে বললাম
"এই কোথায় পালাচ্ছ লাজময়ী ?
দেখছ না আজ তোমার জন্য এক আকাশ জোছনার আলো ধার করেছি।"
রচনাকাল
১৭।১২।২০১৬
ইউ এ ই ।