ভাবছি আজ বসে বসে একটি কবিতা লিখব
                                   তোমায় নিয়ে ,
যার প্রতিটি শব্দের উপমা হবে তুমি, শুধু  তুমি।

ভাবছি আজ বসে বসে একটি গান লিখব ,                  
যার সুরের স্বরলিপি হবে তুমি,ঝংকার হবে তুমি,
                         গানের কথা হবে তোমার ভালবাসা ।
ভাবছি আজ বসে বসে একটি উপন্যাস লিখব
                                     তোমায় নিয়ে ,
যার বিন্যাস হবে মোদের ভালবাসার কিছু স্মৃতি,
                  কিছু অতীত কিছু ,কিছু বর্তমান ।  

ভাবছি আজ বসে বসে একটি মনোহর, চিত্রকল্প আঁকবো
                                       তোমায় নিয়ে,
তোমাকে সাজাবো দারুন সাত রঙের রঙ তুলির আঁচড়ে ।  
তুমি  হবে কুয়াশার চাদর আর আমি হব, শিশির জল ।  

রচনাকাল
০২।১২।২০১৬
ইউ এ ই