বিবেকের তাড়নায় আজ আমি দগ্ধ
অচেনা এই পৃথিবীতে কেনো এলাম!!
সব কিছু তো বলি আমার, আমার
যাওয়ার সময় আছে কি নেবার ?
ভবের এই হাটে কি দিলাম আমি
আর কি'ই বা পেলাম?
সব যেন আজ ভস্মিভুত
অসীম চাওয়ার অন্তরালে।
ঘর করলাম বিলাস বহুল পাকা দালান
সাথে কত সোফাসেট ফার্নিচার
সাড়ে তিন হাত ভূমি বিনে
থাকবে না কোনো অধিকার।
কত শত পোশাক আশাক কত প্রসাধনী
নিজ বাড়ীতে যাওয়ার সময় নিব
সাদা থান কাপড় খানি।
রচনাকাল
৩০।১১।২০১৬
ইউ এ ই