ভ্রমর কাজল কালো মেঘ উড়ে যায় মাঘের  ঈশান কোণে,
আষাঢ় মাসের র্ঠূর তুখর  বরষ,আসবে কি শীতেলা ক্ষণে।
অধর কাঁপে কুয়াশার চাপে ,মৌ  মৌ মোহিত ধানের শীষ
যায় বেড়ে যায় বেলা বয়ে যায়,পৌষের শিশিরের আশিষ।

লাজে মরে মৃত্তিকার মতো অঙ্গের মাঠে,কোমল পশম দল
নক্ষত্রের রুপালি আগুন ঝরা সুরঞ্জনা,মন উদাসী পল পল।
আঁকা বাঁকা গিরি পথে, অচেনা ঝাঁকে,নৃত্যের ছন্দের তাল,
স্বপন দোলায় হয় উতলা চক্ষুকর্ণ সুরমা লাগায় শাল দাল।


রচনাকাল
১১/২৯/২০১৬
ইউ  এ  ই