আমায়  জানতে চেয়েছ বন্ধু
জানবে কী  নতুন ক'রে?
ঐ আকাশের দিকে  তাকাও, ঐ নদীর দিকে তাকাও
আমি যে  তোমার  মনের সরবরে ।

আমায়  জানতে চেয়েছ  বন্ধু
জানবে কী  নতুন ক'রে ?
আমি যে ঐ সূর্যোদয়ের আলো তুমি আঁখি মেলো
তোমার  নয়নের   চরাচরে।

আমায়  জানতে চেয়েছ বন্ধু
জানবে কী  নতুন ক'রে?
আমি যে তোমার স্বপ্নের নাবিক  শয্যাদ্বারে
কাক কোকিল ডাকা ভোরে।  

আমায়  জানতে চেয়েছ বন্ধু
জানবে কী  নতুন ক'রে?
তোমার  খোঁপায় যেই গোলাপ ফুটেছে,
আমি সেই গোলাপের তরে।  

আমায়  জানতে চেয়েছ বন্ধু
জানবে কী  নতুন ক'রে?
যেই পথে  তুমি হারাও দিশা সেই পথের পথিক
তোমার মনের অগোচরে।


আমায়  জানতে চেয়েছ বন্ধু
জানবে কী  নতুন ক'রে?
যে ঠিকানা তুমি হারিয়েছ ,সেই ঠিকানার ভিত্তি
তুলে নিবো মোর ঘরে।


রচনাকাল
২৫। ০৯।২০১৬
ইউ  এ ই