আবেগ আমার মনের  ঘরে,
খুবই যতনে  বাস করে ,
মনের সাথে মিলন হলে  
       প্রেমের  গান ধরে।

সন্ধ্যা প্রদীপ  জ্বেলে সখা
বারংবার খোঁজে মোরে,
তার চক্ষু দুটি যেন মোমের আলো
আমি  কবিতায়  বলি তারে।

প্রেমের সুতা অস্পষ্ট
তবু  প্রেমের  কতো জোর,
কালোকেশী  চুলে সুবাসিত
চাঁদবদন হাসি  তোর।  

যখন আসিস তুই মনের মাঝে  
প্রিয়া  আবেগে দলাদলি,  
মনের বাগানে  গোলাপ ফোটে
তোর এত প্রেম কি করে  ভুলি।


রচনাকাল
২৪।৬।২০১৬
ইউ  এ  ই